-
মেষ
(২১ মার্চ-২০ এপ্রিল)
আজ মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি ব্যস্ততায় ভরা। বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে। শিল্পী ও নাটকের কলাকুশলীরা দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। অকারনে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের আশঙ্কা প্রবল।
-
বৃষ
(২১ এপ্রিল-২১ মে)
মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারপ যেতে পারে। বাড়ীতে কোনো ঝামেলা দেখা দেওয়ার আশঙ্কা। গৃহ ও আবাসন সংক্রান্ত জটিলতা বৃদ্ধি পাবে। বিদেশ সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে। কোনো আত্মীয়র কারনে অপমান অপদস্তের শিকার হবেন। যানবাহন লাভের যোগ প্রবল। ব্যবসায়ীক যোগায়োগ বৃদ্ধি পাবে।
-
মিথুন
(২২ মে-২১ জুন)
ছোট ভাই বোনের পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। সীমানা প্রাচীর সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পাশ্ববর্তি ভূমির মালিকের সাথে বিরোধ দেখা দেবে। কোনো ভাই বোন জীবীকার উদ্দেশ্যে বিদেশ যেতে পারে। পুস্তক প্রকাশক ও লেখকদের কাজের চাপ বৃদ্ধি পাবে। ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাওয়া ঠিক হবে না।
-
কর্কট
(২২ জুন-২২ জুলাই)
আর্থিক সঙ্কটের অবসান হতে পারে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। খুচরা ও পাইকারী টিকেট বিক্রয়ে ভালো লাভ হতে পারে। ব্যবসায়ীক কাজে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার গৃহে আজ কোনো আপ্যায়নের ব্যবস্থা করতে পারেন। কোনো কুটুম্বর আগমনে জীবন সাথী খুব খুশি হয়ে উঠবে।
-
সিংহ
(২৩ জুলাই-২৩ আগস্ট)
আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কাজে আশানুরুপ সাফল্য পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। বহু দিনের লালিত স্বপ্ন পূরণ হতে পারে। হটাৎ করে ভ্রমনে যাওয়ার সুযোগ চলে আসবে। বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করা যায়। ভারতীয় ভিসা লাভের যোগ প্রবল।
-
কন্যা
(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
মানসিক অবস্থা খুব একটা ভালো যাবে না। নানামূখী বিষয়ে উদ্বিগ্ন থাকবেন। ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। বকেয়া টাকার জন্য পাওনাদারের তাড়া পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। বিদেশ থেকে কোনো ভালো অর্থ আসার যোগ প্রবল। ব্যবসায়ীদের বৈদেশিক ভ্রমন সফল হতে পারে।
-
তুলা
(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
আজ ব্যবসায়ীদের ভালো অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বকেয়া লেনদেনের টাকা আদায় হতে পারে। সাপ্লাই ব্যবসায় ভালো অর্ডার পেতে পারেন। কোনো বন্ধু বা বড় ভাই এর সাহায্যে নতুন কাজের সুযোগ পেয়ে যাবেন। প্রবাসীদের ভালো আয় হতে পারে। কারো বিয়েতে অংশ নিতে পারেন।
-
বৃশ্চিক
(২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরীজীবীদের ব্যস্ততা বহুগুণে বাড়বে। আয় উন্নতি ভালো হবে। বিদেশ থেকে কোনো ভালো সুযোগ পেয়ে যেতে পারেন। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে দূরে কোথাও যেতে হতে পারে। পদস্ত কর্মকর্তার নিজস্ব কাজে আপনি ব্যস্ত থাকবেন। বৈদেশীক প্রতিষ্ঠানের চাকরিজীবীরা ব্যস্ত থাকতে পারেন।
-
ধনু
(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আজ বিদেশ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ে ভালো ফল আশা করা যায়্। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলা পূর্ণ। বারবার মনসংযোগের অভাব ঘটবে। ভাগ্য উন্নতির উদ্দেশ্যে বিদেশ যাত্রার জন্য কোনো প্রভাবশালী আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন।
-
মকর
(২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আপনার মেজাজ সকাল থেকেই কিছুটা চিরচিরে হতে পারে। কারো সাথে অকারনে ঝগড়া বিবাদে জড়িয়ে পরতে পারেন। দিনটি আইনগত জটিলতার নির্দেশক। অবৈধ বা অনৈতিক কাজ কর্ম থেকে সতর্ক হোন। শেয়ার বাজারের ব্যবসায় চরম ক্ষতি হতে পারে। ব্যাং থেকে সিসি লোন না উঠানোই ভালো।
-
কুম্ভ
(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অবিবাহিতদের বিয়ের বিষয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার। রাগী জেদী ও উগ্র জীবন সাথী পছন্দ করলে পরে পস্তাতে হবে। ব্যবসায়ীক কারনে বিদেশ যেতে পারেন। দাম্পত্য শান্তির ব্যঘাত ঘটবে।
-
মীন
(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে না। কর্মস্থলে নানামূখী ঝামেলা দেখা দেবে। হটাৎ করে অসুস্থ হয়ে পরবেন।
