স্টাফ রিপোর্টার ঃ নোয়াখালীঃ নোয়াখালী সুবর্ণচরে এক স্কুল শিক্ষিকা ও ফার্মাসিস্টকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় আটক করে স্থানিয় যুবকরা। স্বরজমিনে গিয়ে জানাজায়, সুবর্ণচর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সাবেক ফার্মাসিস্ট রেজাউল করিম নানা অনিয়মের কারনে বদলী হয়ে কবিরহাট উপজেলা চর আলগি ২০ সয্যা হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে দায়ীত্ব পালন করছেন, পাশাপাশি সুবর্ণচর উপজেলার সেন্টার বাজারে উপ-স্বাস্থকেন্দ্রের ফার্মাসিস্ট হিসেবে দায়ীত্ব পালন করছেন সে সুবাধে একাধিক ফার্মেসিতে ডাক্তার পরিচয়ে রোগি দেখেন তিনি , গতকাল ২ সেপ্টেম্বর রোববার রাত ৮টার সময় চর আমানউল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আনোয়ারের স্ত্রী উত্তর চরজুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়তুননেসা বাড়ীতে যায় এবং শিক্ষিকার সাথে অসামাজিক কার্যকলাপ অবস্থায় স্থানী যুবক মহিউদ্দিন এবং একই গ্রামের মরিচ ব্যাপারির সামুর ছেলে মহিউদ্দিন সহ অজ্ঞাত কয়েকজন যুবক ঘরের বাহিরে তালা মেরে এলাকাবাসীকে খবর দিলে এলাকাবাসী এসে ফার্মাসিস্ট রেজাউল কে উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাবাসী জানান দির্ঘদিন ধরে কথিত ডাক্তার রেজাউল করিম জয়তুননেসার সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে প্রায় তার বাড়ীতে আসা-যাওয়া করে এবং একই কায়দায় অনৈতিক কাজে লিপ্ত হতো।
গতকাল এলাকার কয়েক যুবক পাহারা বসিয়ে তাদের আটক করে। রেজাউল করিমের সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি জানান, জয়তুননেসা পেটের ব্যাথার ঔষধ দিতে ঐ বাড়ীতে যায় এবং এলাকাবাসী মিথ্যা চক্রান্ত চালায়। এর পূর্বে কথিত ডাক্তার রেজাউল সুবর্নচর স্বাস্থ কমপ্লেক্সে থাকার সুবাধে যৌন হয়রানি, সরকারি ওষধ বিক্রি, অনিয়ম, দূর্নিতি সহ নানা অভিযোগে তাকে একাধিকবার বদলী করে এবং ঐ সকল ঘটনায় দেশের অনেক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।